ঝিনাইদহের শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ২০২৫ অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত ১৮ এপ্রিল ঢাকাস্থ্য পূর্বাচলের সী শেল রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শৈলকুপার শতাধিক বিসিএস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
শৈলকুপার কৃতি সন্তান, অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন। তিনি শৈলকুপার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি প্রত্যাশা করেন শৈলকুপা চাকরি, ব্যবসা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সকল সেক্টরে এগিয়ে যাবে। বিসিএস কর্মকর্তাগণ শৈলকুপার উন্নয়নে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখবেন মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি শৈলকুপার উন্নয়নে ইতোমধ্যে অনুমোদিত প্রকল্প সম্পর্কে তথ্য তুলে ধরেন এবং শৈলকুপার উন্নয়নে বিসিএস কর্মকর্তাদের করণীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মোঃ নজরুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়াও অনুষ্ঠানে বিজ্ঞ ঢাকা মহানগর দায়রা জজসহ শৈলকুপার বেশ কয়েকজন তরুণ ব্যবসায়ী উপস্থিত থেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে ফোরামের গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন করা হয় এবং ২ বছর মেয়াদী ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ফোরামের সভাপতি হিসেবে অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, পরিচালক, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ গিয়াস উদ্দিন, যুগ্মসচিব, পরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও ট্রেজারার হিসেবে মোঃ আমির খসরু, এসপি, সিটি এসবিকে নির্বাচিত করা হয়।
সভায় বক্তারা শৈলকুপার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।