ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মো: ইসমাঈল হোসেন (২৮) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোন সাহাদ্দা গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত ইসমাইল বালিগাঁও ইউনিয়নের ধোন সাহাদ্দা গ্রামের বতু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবু তাহের, সহকারী পরিদর্শক আবুল বশর সঙ্গীর টিম আজ সকালে ৮ টার দিকে নিজামের বাড়ীতে অভিযান চালায়। এ সময় মো: ইসমাইলের বসত ঘর থেকে ১ কেজি ১ শত গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবু তাহের বাদী হয়ে ফেনী মড়েল থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত ইসমাইল কে ফেনী মড়েল থানায় প্রেরন করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সোমেন মন্ডল জানান, ফেনী জেলা ব্যাপি মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে।