প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম (ভিজিটর : ২৩৮)
কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে নববর্ষের কবিতা উৎসব ও নববর্ষ সাহিত্য সম্মাননা গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। ঢাকার সেগুনবাগিচার বাশিকপ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কবি ও সম্পাদক ড. মাহবুব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাশিল্পী স. ম. শামসুল আলম, কবি ও সম্পাদক জাকির আবু জাফর ও অধ্যাপক মো. আমির হোসেন। সভাপতিত্ব করেন কবি নূর আল ইসলাম। কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী ও সাধারণ সম্পাদক কথাশিল্পী খন্দকার আতিকের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুর্শিদ উল আলম, ছড়াকার আতিক হেলাল, কবি তাজ ইসলাম, কবি সাইফুল্লাহ শিহাব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি ও কথাশিল্পী এড. শামীমা আক্তার শিউলী, কথাশিল্পী অন্নি ইসলাম, কবি তাছলিমা আক্তার, কবি জেনিফা জামান, কবি রোকন উদ্দিন, কবিরখান কাওসার কবির, কবি মেহেদি হাসান, কবি রবিউল আলম রবি, কবি তৌহিদুল ইসলাম দুলাল, ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন, পুঁথিপাঠ করেন কবি জালাল খান ইউসুফী। কবিতা পাঠ করেন খ্যাতিমান কবি ও ছড়াকারগণ। অনুষ্ঠানে নববর্ষ সাহিত্য সম্মাননা পেয়েছেন কবি কামরুজ্জামান, কবি জামশেদ ওয়াজেদ, কবি রানা হামিদ, গল্পকার উৎপল কে বড়ুযা, কবি ও শিক্ষক মোছা. খালেদা বেগম, কবি শফিকুন্নেছা হেলেন, কবি লাভলী ইয়াসমিন, কবি সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, কবি মো. নজরুল ইসলাম, কবি রলি আক্তার ও কবি জাহিদ হাসান নয়ন।