মাধবপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪:০০ পিএম (ভিজিটর : ১১৯)
হবিগঞ্জের মাধবপুরে গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় মাধবপুর থানায় এএসআই আতিকুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারের সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মোঃ মাসুক মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেন।
সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মোঃ আব্দুল খালেক এর পুত্র। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।