ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মোহনগঞ্জে ইমামের ওপর হামলার ঘটনায় , মানববন্ধনের ২৪ ঘন্টা মধ্যে মামলা রেকর্ড
মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:০৬ পিএম  (ভিজিটর : ১৯৯)
নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোঃ সাইদুর রহমানকে খুনের উদ্দেশ্যে মারপিট করার ঘটনায় গতকাল বুধবার উপজেলা পরিষদ জামে মসজিদের সম্মুখে মানববন্ধন হয়। ২৪ ঘণ্টা আল্টিমেটাম গিয়েছিলেন মানববন্ধনের বক্তারা । 

অবশেষে ২৪ ঘণ্টার মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বারহাট্টা থানাধীন নূরুল্লারচর গ্রামের ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) সহ অজ্ঞাত আরো ১০জনকে আসামী করা হয়। মোহনগঞ্জ থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ বড় মসজিদের পিছনের রাস্তায় ওই হামলা ঘটনা ঘটে। 

এসময় আসামীরা সঙ্গবদ্ধ হয়ে দা, রামদা, কুড়াল, চাইনিজ কুড়াল, টেটা, বল্লম ইত্যাদি নিয়ে হাফেজ মোঃ সাইদুর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আসামীরা হাফেজ মোঃ সাইদুর রহমানের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ও তার মটর সাইকেল নিয়ে চলে যায়। উল্লেখ্য যে, বুধবার দুপুরে ওই হামলার বিচারের দাবিতে মোহনগঞ্জ উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে হাফেজ মোঃ সাইদুর রহমান, মাওলানা শুয়াইব বিন মুজিব ও মাওলানা তোফালে আহমেদ হাবিবীর ওপর হামলার ঘটনায় দ্রæত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, হাফেজ মোঃ সাইদুর রহমান বাদী হয়ে ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) দুইসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে মামলা করেছেন। মটর সাইকেলটির বিষয়ে তিনি বলেন এখন মটর সাইকেল উদ্ধার হয়নি। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]