ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চট্টগ্রাম মহানগরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক-১
চট্টগ্রাম ব্যুরো:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:০৩ পিএম  (ভিজিটর : ৪৪)
চট্টগ্রাম মহানগরে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ‘দেড় মিনিটের’ ওই মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায়।

মিছিলের পরপরই অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলটি ভোরে হয়েছে। আনুমানিক সকাল ৭টা থেকে সাড়ে ৭টার দিকে। আর মিছিলে অংশ নিয়েছে কয়েকজন। একটা ৩০ সেকেন্ডের মিছিল ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরইমধ্যে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করেছি। অভিযান অব্যাহত আছে, বাকিদেরও আমরা আটক করে ফেলবো।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যানার হাতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মিছিলে অংশ নিয়েছে জনাদশেক নেতাকর্মী। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। তারা সবাই ‘জয় বাংলা, জয় বঙ্গবঙ্গু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নায়’ সহ শেখ হাসিনার পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছিলেন।

মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ব্যানারের নিচে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে লেখা ছিল— ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। ইউনূস তুই রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]