ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চালু হচ্ছে দেশের সাত বিমানবন্দর
বগুড়া জেলা সংবাদদাতা :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪:৪২ পিএম  (ভিজিটর : ২১৭)
দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মাণ হয় ২৮ বিমানবন্দর। রাজধানীর সঙ্গে আটটির বিমান চলাচল অব্যাহত রয়েছে। ঢাকা, চট্রগ্রাম ও সিলেটের সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। বাণিজ্যিকভাবে সচল বাকি চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশাল। 

এসব সচল রুটের সঙ্গে যুক্ত হওয়ার পথে বগুড়া, ঈশ^রদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুমিল্লা, মৌলভীবাজারের শমসেরনগর ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর। রাজনৈতিক প্রতিহিংসার বঞ্চনার লাল ফাইলের বন্দিদশা থেকে মুক্ত হচ্ছে বগুড়া। আগামী জুলাই মাসের মধ্যে উড়বে বিমান। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট সুত্র জানায়, পরিত্যক্ত হয়ে থাকা সাতটি বিমানবন্দরে পর্যাপ্ত যাত্রী সম্ভাবনা থাকলেও বিমান ওঠানামার জন্য দরকারি অবকাঠামো নেই। সংস্কারে ব্যয় নিরূপণসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে অন্তর্র্বতী সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। 

সব কিছু ঠিক থাকলে আগামী বছরেই অন্তত তিনটি বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে। বিমান চালুর পাশাপাশি ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বাকি সব বিমানবন্দর কার্যক্রম সচল করবে সরকার। এতে সড়ক ও রেলপথে চাপ কমার পাশাপাশি পর্যটন খাতসহ অর্থনীতি চাঙা হবে বলে আশা করা হচ্ছে। 

অ্যাভিয়েশনে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী বিমান পরিচালনায় অনুপযুক্ত এসব রানওয়ে সচল ও কার্যকর করতে জরুরিভাবে অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। সংস্কার করা হলেই উড়বে বিমান। বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করতে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ফুটের মধ্যে থাকা এসব রানওয়ে উন্নীত করে ৬ থেকে ৮ হাজার ফুটের মধ্যে আনতে হবে। 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে। 

অবকাঠামো নির্মাণ, সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে, সেগুলো আগেই সচল হবে। সবার আগে চালু হবে বগুড়া বিমানবন্দর। জুন মাসে সব প্রস্তুতি শেষ হলেই জুলাই থেকে বিমান চলবে। তিনি বলেন, যদিও বাণিজ্যিকভাবে বিমান পরিচালনার জন্য কিছুটা সময় লাগবে। এক থেকে দেড় বছরের মধ্যে বিমানবন্দরগুলো সচল হলে বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে। 

জানা গেছে, পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও অন্য বিমান পরিচালনা সংস্থা ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার এস্টার কর্মকর্তাদের সঙ্গে বেবিচকের বৈঠক হয়েছে। উত্তর জনপদের রাজধানীখ্যাত নগরী বগুড়ার পাশাপাশি বিমান উড়বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ঈশ্বরদী, অর্থনীতির সম্ভাবনাময় ঠাকুরগাঁও, লালমনিরহাট, পর্যটন অঞ্চল মৌলভীবাজারের শমসেরনগর, ঐতিহ্যবাহী কুমিল্লা এবং রাজধানীর তেজগাঁও বিমানবন্দর। কার্যক্রম শুরু হলে বদলে যেতে পারে পর্যটনসহ অর্থনীতির চাকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]