ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় ১২ দলীয় জোট
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ২:৫৪ পিএম  (ভিজিটর : ৮৮)
আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট। জোটের প্রধান  ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক বিবৃতিতে এ দাবি জানান। 

বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.  ইউনুস গত কয়েক মাস ধরে বলে আসছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

কিন্তু বিএনপি সহ ১২ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেয়ার জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি। 

বুধবার প্রফেসর ড. ইউনুসের সঙ্গে বিএনপি'র শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকেও বিএনপি'র পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। অপরদিকে সরকারের পক্ষ থেকে আবারো বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।

আমরা মনে করি, সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। 

বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার আরো বলেন, সরকারের উচিত জাতীয় নির্বাচনের সময়সীমা যাতে কোনভাবেই চলতি বছরের ডিসেম্বর মাস অতিক্রম না করে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা প্রদান করা। 

নির্বাচন যদি নানা বাহানায় ডিসেম্বরের পরে চলে যায়, বা দীর্ঘায়িত হয়, তাহলে দেশে নানা সংকট  দেখা দিতে পারে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]