হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বুধবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান উত্তেজনার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দকৃত ২.৭ মিলিয়ন ডলারের বেশি অনুদান বাতিলের ঘোষণা দেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া দুইটি অনুদান বাতিল করা হয়েছে, যার মোট পরিমাণ ২.৭ মিলিয়ন ডলারেরও বেশি। সেইসঙ্গে সেক্রেটারি নোয়েম হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসাধারীদের অবৈধ ও সহিংস কার্যক্রম সম্পর্কিত 'বিস্তারিত তথ্য' চেয়ে চিঠি দিয়েছেন।
নোয়েম বলেন, 'হার্ভার্ডের নেতৃত্বের দুর্বলতা ও আপসহীন মানসিকতার কারণে তারা সাম্প্রদায়িক ঘৃণার কাছে নতজানু হয়ে পড়েছে, যা চরমপন্থী সহিংসতার জন্য এক ধরনের উর্বর ক্ষেত্র তৈরি করছে এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।'
তিনি আরও বলেন, 'আমেরিকারবিরোধী ও হামাসপন্থী আদর্শে ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ ভরে গেছে। হার্ভার্ডের একসময়কার মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষার অবস্থান এখন শুধুই স্মৃতি। জনগণের করের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমেরিকানরা এর চেয়ে ভালো কিছু আশা করে।'
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে বিভিন্ন নীতি পরিবর্তনের আহ্বান জানায়- যার মধ্যে প্রতিবাদ, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) কার্যক্রম সংশোধনের বিষয়ও ছিল যাতে তারা ফেডারেল তহবিল ধরে রাখতে পারে। হার্ভার্ড সোমবার এসব দাবি প্রত্যাখ্যান করে।
হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার এক বিবৃতিতে বলেন, 'কোনো সরকার -সেটা যে দলই ক্ষমতায় থাকুক না কেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কী পড়াবে, কাকে ভর্তি বা নিয়োগ দেবে কিংবা কোন বিষয়ে গবেষণা করবে, তা নির্ধারণ করতে পারে না।'
এরপর সোমবার ট্রাম্প প্রশাসন ঘোষণা করে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত প্রায় ২.২ বিলিয়ন ডলারের বহু বছরের অনুদান স্থগিত করা হবে।
ডিএইচএস জানায়, বাতিল করা দুটি অনুদানের মধ্যে একটি, যার পরিমাণ ৮ লাখ ৩০৩ ডলার, 'একটি পক্ষপাতদুষ্ট গবেষণার মাধ্যমে রক্ষণশীলদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করে' এবং অন্যটি, ১৯ লাখ ৩৪ হাজার ৯০২ মূল্যের অনুদান 'হার্ভার্ডের জনস্বাস্থ্য বিষয়ক প্রচার কার্যক্রমে ব্যবহৃত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এই দুই অনুদানই আমেরিকার মূল্যবোধ ও নিরাপত্তাকে দুর্বল করে।'