ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে : আমীর খসরু
ভোরের ডাক রিপোর্ট :
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৭৫)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন হতে পারে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও বিএনপি আশ্বস্ত নয়, দলের মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আমীর খসরু সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, আমরা সেটাই রিপিট করেছি।

তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে কারণ, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য আসবে, সেসব বিষয়ে সংস্কার করা হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের যে সনদ, তাতে সই করা কোনো সময়ের ব্যাপার না। সুতরাং নির্বাচনের রোডম্যাপ না দেয়ার কোনো কারণ নেই।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে আমির খসরু কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]