ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বাংলা নববর্ষে মঞ্চ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ পিএম  (ভিজিটর : ৩২১)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের ৭৪ নং বুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে নাচে-গানে দর্শক মাতালেন মৌসুমী আক্তার সালমা। 

জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা ২০০৬ সালে ১২বছর বয়সে এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ - তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিরিজে বিজয়ী হন। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন। সালমার গান মুগ্ধ হয়ে শুনেছিলো ৩০থেকে ৪০হাজার দর্শক।  

মঞ্চে উঠে সালমা বললেন বাংলা নতুন বছরে সবাইকে হাজার ফুলের শুভেচ্ছা ,আজকে সহ প্রতিটি দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা রেখে গান শুরু করেন। এ সময় হাজার হাজার দর্শক হাত নাড়িয়ে তাদের প্রিয় শিল্পীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শুরুতেই সালমার কণ্ঠে জনপ্রিয় গান কলিজার ভিতর বাইন্ধা রাখুম তোমারে ও নোনাই রে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে ছাড়াও কিছু মৌলিক গান করেছেন। রাত ৯ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিনি গান করেন।

এসময় হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো।

কোটালীপাড়া থানার পুলিশ প্রশাসন সহ সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শংকর দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ ফলিয়া উপস্থিত থেকে যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় তাঁরা হলেন মনোজ বৈদ্য ,তাপস বাড়ৈ,বিরেন্দ্রনাথ মন্ডল ,সিদ্ধেশ্বর মজুমদার,সমর মজুমদার ,পল্টন দত্ত ,মিঠুন দত্ত সহ আরো অনেকে।

আয়োজকদের অন্যতম সদস্যরা বলেন ১৪৩২ বাংলা নতুন বছরের শুরুতেই একটা ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করবো প্রস্তুতি নিচ্ছিলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর আবেদন করেছিলাম ওনাদের সম্মতি ক্রমে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) কোটালীপাড়া থানার ওসি মহোদয় সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে বুরুয়াবাসীর সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বুরুয়া প্রাইমারি স্কুল মাঠে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]