ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বাড়ছে রাজনৈতিক সহিংসতা, ঘটছে হত্যাকান্ড
তিন মাসে বিএনপির ৩১, আওয়ামী লীগের ১১ জন নিহত
সুজন দে:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৬:০৫ পিএম  (ভিজিটর : ১৩৯)

দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার করে বিভিন্ন স্থাপনা দখল, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধপরায়ণতাসহ বিভিন্ন কারণে দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা দিন দিন বাড়ছে। চলতি বছরেরর প্রথম তিন মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর মধ্যে বিএনপির ৩১ জন নেতাকর্মী নিহত হয়েছে। 

মূলত নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটির এত বেশি নেতাকর্মী মাত্র তিন মাসে প্রাণ হারিয়েছে। এছাড়া আওয়ামী লীগের ১১ জন, ইউপিডিএফের ২ জন ও জামায়াতের ১ জন কর্মী রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন। আরও দুইজন কর্মীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সূত্রে এ তথ্য জানা গেছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের প্রথম ৬ মাসে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতায় ৪১ জন নিহত হয়। এ সময় রাজনৈতিক সংঘাতে আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৭৩৬ জন। সেই সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনপরবর্তী সহিংসতা, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক সহিংসতাসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘাত ও সহিংসতার ঘটনায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। 

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে, গেল মার্চে দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত ও কমপক্ষে ৭৩৩ জন আহত হয়েছে। এর মধ্যে বিএনপির ১৮ জন, আওয়ামী লীগের ৩ জন এবং ইউপিডিএফের ২ জন রয়েছে।

৯৭টি সহিংসতার ঘটনার ৮৮টিই ঘটেছে বিএনপির আন্তঃকোন্দলে ও বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। মার্চ মাসে সহিংসতার ৯৭টি ঘটনার মধ্যে বিএনপির আন্তঃকোন্দলে ৬৪টি ঘটনায় ১৭ জন নিহত ও ৫০২ জন আহত হয়েছে। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ১১টি সংঘর্ষে ২ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। আর বিএনপি-জামায়াতের মধ্যে ১০টি সংঘর্ষে ১ জন নিহত ও ৮১ জন আহত হয়েছে। এ ছাড়া বিএনপি-এনসিপির মধ্যে ৩টি সংঘর্ষে ২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।

এ ব্যপারে এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ভোরের ডাককে বলেন, মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা গভীর উদ্বেগজনক। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক নিপীড়ন বেড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত না করা হলে সার্বিক মানবাধিকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

এর আগে ফেব্রুয়ারি মাসে কমপক্ষে ১০৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন এবং আহত কমপক্ষে ৭৫৫ জন। এসব সহিংসতার ঘটনায় বিএনপির আন্তঃকোন্দলের ৫৮টি ঘটনায় প্রাণ গেছে পাঁচজনের ও আহত হয়েছে ৪৯৪ জন। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ২৫টি সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত ও ১১৫ জন আহত হয়েছেন। 

এছাড়া জানুয়ারি মাসে কমপক্ষে ১২৪টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৯৮৭ জন। সহিংসতার ১২৪টি ঘটনার মধ্যে বিএনপির আন্তঃকোন্দলে ৬৮টি ঘটনায় আহত হয়েছে ৬৭৭ জন ও নিহত ৫ জন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ২২টি সংঘর্ষে আহত হয়েছেন ১০৬ জন ও নিহত চারজন, বিএনপি-জামায়াতের মধ্যে ৩টি সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন ও নিহত ১ জন, আওয়ামী লীগের আন্তঃকোন্দলে ৩টি সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন ও নিহত ৪ জন, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্তঃকোন্দলে ৫টি, ছাত্রলীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ৬টি এবং ১৭টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]