রিলিজ হয়েছে বাংলা নাটক "লোকাল বাসের যাত্রী" নাটকটির গল্প লিখেছেন সালাম বাদল রচনা ও পরিচালনায় ছিলেন এসময়ের একজন মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা এম আর আলী।নাটকটি প্রযোজনা করেছেন আজিম মিয়া।
গত ২০ মার্চে Cineplex Entertainment Yutube Channel এ নাটকটি রিলিজ হয়েছে। "লোকাল বাসের যাত্রী"একটু ভিন্ন ধারায় বিনোদন ও বাস্তবতা মুখী নাটক।এই নাটকে অভিনয় করেছেন ব্যক্কল বউ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মানসি প্রকৃতি এবং ব্যক্কল জামাই খ্যাত ভার্সেটাইল অভিনেতা তন্ময় সোহেল।
এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, হুমায়ূন কাবেরী, শিখা রাণী,নাজিম উদ্দিন,সালাম বাদল, ইসরাত জাহান,শেলী আক্তার,মনির হোসেন,অনিরুদ্ধ লালন,খান আজম, মাসুদ রানা,মিলন আল বিন, বাপ্পী, ফয়সাল খান ও আরো অনেকে।
Cineplex Entertainment এর আরো দু'টি নাটক হুজুরের পিচ্চি বউ ও সুদখোর মিজান মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও এম আর আলী'র রচনা ও পরিচালনায় নির্মানাধীন আছে, বউ ডিভোর্স চায়,পেজগী সুমন ও ভালো বাসা ভাড়া হবে।
ইতোমধ্যে উত্তরার একটি শুটিং বাড়িতে বউ ডিভোর্স চায় নাটকের প্রথম লটের শুটিং শেষ হয়েছে।এ ব্যাপারে নির্মাতা এম আর আলী বলেছেন আগামী পবিত্র ঈদ উল ফিতরের পর বাকী কাজগুলোর শুটিং শুরু হবে।