প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিটর : ২৮৩)
ফেনীর সোনাগাজীতে অপু চন্দ্র কুরি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ঝর্ণা বড়ুয়ার বাড়ির পাশে কাঠাল বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কাঠাল গাছের সাথে একটি ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেন। তার নাম অপু চন্দ্র কুরি (২৫)। সে বিষ্ণুপুর গ্রামের জেলেপাড়ার মনা মেম্বার বাড়ির কান্তি লাল দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অপুর সাথে কারো বিরোধ নেই, কারা কেন এভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে তদন্ত করে বের করা উচিত। সমাজপতি ডাঃ শান্তি বাবু বলেন, লাশের মাথা গাছে বাঁধা ছিল, তবে পা হাট পর্যন্ত মাটিতে ছিল। এই মৃত্যু রহস্যজনক।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে থানায় মামলা করেছেন।