প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০৭ পিএম (ভিজিটর : ১২৭)
হবিগঞ্জে ৭ কোটি ৪২ লক্ষ ৩৬ হাজার ৩শত ৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫। বিগত আড়াই বছরে হবিগঞ্জসহ শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেটের একাধিক স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল (অধিনায়ক) মোঃ তানজিলুর রহমান।
২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশের সময় আটককৃত মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে আজ ধ্বংস করেছে বিজিবি।
প্রধান অতিথি বলেন, এসব মাদকদ্রব্য ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিজেকে সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার নির্দেশনা প্রদান করে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি এবার মাদকদ্রব্য ধ্বংসকরণের সময় পরিবেশ ভারসাম্য যেভাবে রক্ষা হয় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণত অন্যান্য বছর গাজা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবার বালি এবং সিমেন্টের সাথে মিশ্রণ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্য গুলো হচ্ছে, ২৪ হাজার ৭ শ ৫৬ বোতল বিদেশী মদ, আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭১ লক্ষ ৩৪ হাজার টাকা। ৭শ ৫০ লিটার বাংলা মদ যার বাজার মূল্য ১৪ হাজার ৬ শত টাকা। ৩ হাজার ৪শ ৮৮ বোতল ফেনসিডিল যার বাজার মূল্য ১৩ লক্ষ ৯৫ হাজার ২শত টাকা, ৯ হাজার ৭শ ৭৫ কেজি গাঁজা যার বাজার মূল্য ৩ কোটি ৪২ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা। ২ হাজার ৮শ ৮১ পিস ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য ৮ লক্ষ ৬৪ হাজার ৩শত টাকা। ১হাজার ২৫ পিস বিয়ার ক্যান যার বাজার মূল্য ২ লক্ষ ৫৬ হাজার ২ শত ৫০ টাকা। ৮শ ৯৮ বোতল ইস্কপ সিরাপ যার বাজার মূল্য ৩ লক্ষ ৫৯ হাজার ২শত টাকা। ২০ প্যাকেট বিড়ি যার বাজার মূল্য ২শত ৮১ টাকা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।