প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০২ পিএম (ভিজিটর : ৯০)
নেছারাবাদে ছয়টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত (শুক্রবার) গভীর রাতে স্বরূপকাঠী পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের স্বপ্নীল বস্ত্রালয়, স্বপ্নীল গার্মেন্স, নুসরাত শাড়ী বিতান, মাতৃ বস্ত্রালয়, এ আর ট্রেডার্স (হার্ডওয়ার) এবং ডিজিটাল অপটিকস্ এন্ড ওয়াচ দোকানে চুরি হয়।
প্রাথমিক ভাবে চুরি হওয়া দোকানগুলো ক্ষতির পরিমাণ ৫০ হাজার ধারনা করা হচ্ছে। পুলিশ বন্দরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্বরূপকাঠী পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের অতি পরিচিত স্বপ্নীল বস্ত্রালয়, নুসরাত শাড়ী বিতান, স্বপ্নীল গার্মেন্স, মাতৃ বস্ত্রালয়, এ আর ট্রেডার্স (হার্ডওয়ার) এবং ডিজিটাল অপটিকস্ এন্ড ওয়াচ দোকানগুলো প্রতিদিনের ন্যায় রাতে তালা দিয়ে চলে যায়। গভীর রাতে চোর দোকানের চালের টিন ছুটিয়ে দোকানের মধ্যে প্রবেশ করে এবং যে সব দোকানে সিসি ক্যামেরা আছে সেগুলো ভেঙ্গে ফেলেছে, পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে টানা নিয়ে যায়। তবে দোকানের অন্যান্য মালামাল চুরি হয়েছিকিনা যাচাই বাচাই না করে দোকান মালিকরা বলতে পারবে না।
জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মোঃ আনিচুজ্জামান বলেন, বন্দরের ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, পাহারাদার, সিসি ক্যামেরাছিল কিন্তু তদন্ত না করে সঠিক কিছু বলা যাচ্ছে না।