প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০১ পিএম (ভিজিটর : ১০৩)
ফেনীতে কর্মশালায় কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বলেছেন, একজন উদ্যোক্তা সমাজ ও রাস্ট্রের জন্য নানা সূচক উন্নীতকরণের কাজ করে থাকেন৷ একজন উদ্যোক্তা নিজেই নিজের এবং আশপাশের লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করে ভুমিকা রাখেন। এর কারণে কর্মে নিয়োজিতদের মাঝে পেশাদারিত্ব সৃষ্টি হয়, সামাজিক অপরাধ কমে আসে এবং এদের কর্মের কারণে সরকার বিপুল পরিমাণ ভ্যাট ট্যাক্স পেয়ে থাকেন৷ তাই বর্তমান সরকার দেশে উদ্যোক্তা সৃষ্টিতে নানামুখী কর্মকান্ড হাতে নিয়েছেন।
শনিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা বলেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সরকার সারাদেশে কৃষিখাতে উৎপাদন বাড়াতে হাঁস মুরগি পালন, মাছ চাষ, পতিত জমি চাষাবাদের আওতায় এনে বেকারত্ব দূর করন, আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সারাদেশে ৪০ হাজার মানুষকে বাছাই করে বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেবে। সম্পূর্ণ সরকারি খরচে ৮ টি বিষয়ে ১২ দিন প্রশিক্ষণ দিয়ে কৃষি ক্যাটাগরির ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যেক্তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাড়বে উৎপাদন, স্বনির্ভর হবে দেশ।
জেলা কৃষি বিপনন কর্মকতার কার্যালয়ের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: একরাম উদ্দিন,ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছাল আলী, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল কাদের।বিপনন অদিধপ্তরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা উপস্থিত ছিলেন ।এসময় জেলার বিভিন্ন উপজেলার অর্ধশত আবেদনকারী কর্মশালায় অংশ গ্রহন করেন।