প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২:১৬ পিএম (ভিজিটর : ১৭১)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়‚ ‘নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ 'সি' ইউনিট সকাল ১০.০০ ঘটিকায়, ৩ মে ২০২৫ তারিখ 'এ' ইউনিট সকাল ১০.০০ ঘটিকায় এবং 'বি' ইউনিট বিকাল ৩.০০ ঘটিকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দিনরাত যে কোন সময় এমন কি বন্ধের দিনও শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’
প্রসঙ্গত‚ ভর্তি সংক্রান্ত বিস্তারিত সকল তথ্যাদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।