ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




দ্বিতীয়বার প্রস্তাবনার পরেও আপগ্রেডে ধীর গতি হাবিপ্রবির পোস্ট অফিসের
হাবিপ্রবি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:১৬ পিএম  (ভিজিটর : ৯৪)
দ্বিতীয়বার প্রস্তাবনার পরেও দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ 'হাজী দানেশ কৃষি কলেজ শাখা পোস্ট অফিস' কে হাবিপ্রবি সাব ডাকঘরে রুপান্তরের কাজ ধীর গতিতে আগাচ্ছে। 

গতবছর ২২ অক্টোবর সংবাদ প্রকাশের পর ওইদিনই উত্তরাঞ্চলীয় (রাজশাহী) পোস্টমাস্টার জেনারেলের কাছে 'হাজী দানেশ কৃষি কলেজ শাখা ডাকঘর, দিনাজপুরকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাব ডাকঘরে রুপান্তর করণ সংক্রান্ত ' শিরোনামে চিঠি প্রেরণ করেন দিনাজপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক।

এ চিঠির প্রেক্ষিতে ডাক অধিদপ্তরের কর্মী ও সংস্থাপন শাখার পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে এবং সাব ডাকঘরে রুপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সানুনয় অনুরোধ জানিয়ে ওই বছর ৩০ অক্টোবর পুনরায় (২য় বার) প্রস্তাবনা চিঠি প্রেরণ করে উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ জিয়াউর রহমান।

এরপরে দুই মাস পেরিয়ে গেলেও হাজী দানেশ কৃষি কলেজ শাখা পোস্ট অফিস' কে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাব ডাকঘরে রুপান্তরের কোনো নোটিশ দেয়নি ডাক বিভাগ।

এ বিষয়ে দিনাজপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বলেন, 'হাজী দানেশ কৃষি কলেজ শাখা পোস্ট অফিসকে হাবিপ্রবি সাব ডাকঘরে রুপান্তরের কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত জনবল নিয়োগ না করা গেলেও প্রাথমিকভাবে আপগ্রেড করা যাবে।'

উল্লেখ্য, তৎকালীন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল প্রদীপ কুমার দিনাজপুরের দায়িত্বে থাকাকালীন ৫ অক্টোবর ২০২৩ তারিখে হাবিপ্রবি'র ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর মো. কুতুব উদ্দিন হতে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে হাজী দানেশ কৃষি কলেজ ডাকঘরটিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাব ডাকঘরে রুপান্তরের জন্য প্রথমবার প্রস্তাব পাঠায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]