ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




আগামীকাল ফেনী আসছেন পবিত্র ক্বাবার ইমাম হাসান বোখারী
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৫০ পিএম  (ভিজিটর : ১৭০)

আগামীকাল থেকে ফেনীতে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার জুমআ নামাজ পড়াবেন পবিত্র ক্বাবা শরীফের প্রাক্তণ ইমাম শায়েখ ড. হাসান বোখারী। 

দাগনভূঞাঁ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার উদ্যোগে স্থানীয় মাঠে সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, সম্মেলনে লক্ষাধিক মুসল্লীর সমাগমের সম্ভাবনা রয়েছে। 

ইতোমধ্যে আগত অতিথি ও শ্রোতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আলোচনা হয়েছে। গ্রামের সরু পথে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা নিশ্চিত করা হয়েছে। দুইদিন ব্যাপী ঐতিহাসিক ধর্মীয় এ সম্মেলন বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, সর্বপ্রথম দেশে কা’বা শরীফের ইমাম আসছেন। এটি নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার জন্য সর্ববৃহৎ মহা সম্মেলন হবে। 
বুধবার দুপুরে সম্মেলন মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারী একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ার আহমদ প্রমুখ। 

প্রতিষ্ঠানের নায়েবে মোহতামীম মূফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ইসলামী মহা সম্মেলনে সৌদী আরবের মক্কার হারাম শরীফের প্রধান মূফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতে দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মূফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করবেন বলে জানানো হয়েছে। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]