আসামের কালাইনে ভয়াবহ দুর্ঘটনায় চালক সহ নিহত ৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:২২ পিএম (ভিজিটর : ৯৭)
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আসামের কালাইনে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে কালাইন রাতাছড়া গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সুমো খাদে পড়লে চালক সহ ৩ জনের প্রাণহানীর খবর পাওয়া যায়।
জানা গেছে, গুয়াহাটি থেকে আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী সুমোটি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন যাত্রী। তাঁদের মেঘালয়ের উংকিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ও বিএসএফ জওয়ানরা উদ্ধারে নেমে পড়ে। নিহত চালকের পরিচয় পাওয়া গেলেও বাকি ২ জন যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত চালক সোনাবাড়িঘাট দ্বিতীয় খন্ডের জাবির হোসেন চৌধুরী ( নাসিম)।