ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নিউ ইয়র্কে শিশু অপহরণ চেষ্টাকারীর ৭ বছরের কারাদণ্ড
নিউ ইয়র্ক থেকে কৌশলী ইমা
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:৪০ এএম  (ভিজিটর : ৬০)

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিশু অপহরণ করার চেষ্টার অভিযোগে ফ্রেশ মেডোজের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি ২০২১ সালের জুলাই মাসে রিচমন্ড হিলে এক ৫ বছরের ছেলেকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুইন্সের জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্কের জামাইকার পারসন্স বুলেভার্ডের বাসিন্দা জেমস ম্যাকগোনাগল (২৭) নভেম্বর মাসে কুইন্স সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে অপহরণের চেষ্টা এবং একটি শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগের স্বীকারোক্তি দেন। তিনি শিশুটিকে ফুটপাথ থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিশুটির মা এবং ভাইবোনেরা সেই অপহরণ ব্যর্থ করেন।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৫ জুলাই সন্ধ্যা ৮টা নাগাদ হিলসাইড অ্যাভিনিউর ১১৭-০৭ নম্বর ঠিকানার সামনে একটি লাল নিশান সেন্ট্রা গাড়ি থেকে নেমে আসেন ম্যাকগোনাগল।

তিনি ৫ বছরের শিশুটির দিকে ছুটে যান। তাকে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে ফেলে দেন। শিশুটির ৪৫ বছর বয়সী মা, ডলোরেস দিয়াজ লোপেজ, তার দুই সন্তানসহ গাড়ির দিকে ছুটে যান। তিনি গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে তার ছেলেকে ধরে টানেন। ম্যাকগোনাগল অন্যপাশ থেকে শিশুটির পা ধরে তাকে গাড়ির ভেতরে টানার চেষ্টা করেন।

সংঘর্ষ চলাকালীন, গাড়ির ভেতরে থাকা একজন পুরুষ যাত্রী ম্যাকগোনাগলকে জিজ্ঞাসা করেন, 'তুমি কি করছ? জবাবে ম্যাকগোনাগল বলেন, 'আমরা শিশুটিকে নিয়ে যাচ্ছি।' লোপেজ জানালা দিয়ে তার ছেলেকে টেনে বের করতে সক্ষম হন। কয়েক সেকেন্ড পরেই ম্যাকগোনাগল দ্রুত গাড়ি চালিয়ে চলে যান।

ম্যাকগোনাগলকে ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। তাকে ব্রুকলিনের ব্রুকডেল হাসপাতালে পুলিশ খুঁজে পায়। সেখানে তিনি মুখে আঘাতজনিত চিকিৎসা নিচ্ছিলেন।

কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, 'জেমস ম্যাকগোনাগল রিচমন্ড হিলের রাস্তায় এক শিশুকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। শিশুটির মা ও ভাইবোন সাহসিকতার সঙ্গে তাকে রক্ষা করেন।'

২০২৫ সালের ১০ জানুয়ারি কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক গিয়া এল. মরিস ম্যাকগোনাগলকে ৭ বছরের কারাদণ্ড দেন। মুক্তি পাওয়ার পর ম্যাকগোনাগলকে যৌন অপরাধীর তালিকায় নিবন্ধন করতে হবে।

কাটজ আরও বলেন, আসামি এই শিশুকে, তার পরিবারকে এবং পুরো সম্প্রদায়কে তার বেপরোয়া আচরণের মাধ্যমে আতঙ্কিত করেছিল। এই শাস্তির মাধ্যমে জেমস ম্যাকগোনাগল তার অপরাধের জন্য ন্যায়বিচার পাবেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]