চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসটির হুক ভেঙ্গে যায়। বৃহস্পতিবার দুুপর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেসে এ দূর্ঘটনার পর সীতাকুন্ডে ৫৫ মিনিট পর্যন্ত আটকে ছিল।
পরে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সীতাকুন্ড স্টেশনে নতুন ইঞ্জিন নিয়ে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এদিকে ফাটলের বিষয়টি আগে থেকে টের পাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে মহানগর এক্সপ্রেস ট্রেন এমনটি মন্তব্য করেছেন রেলওয়ের কর্মকর্তারা।
রেলওয়ে পুর্বাঞ্চলের (পাহাড়তলী) কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঢাকা যাওয়ার পথে ইঞ্জিনের সাথে বগির সংযোগস্থলে কাপলিং হুকে ফাটল দেখা দিলে লোকোমাস্টার ট্রেনের গতি কমিয়ে দেন। সীতাকুন্ড স্টেশনে আসার পর কাপলিং পুরোপুরি ভেঙ্গে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, কাপলিং হুক ভেঙে যাওয়ার ফলে সীতাকুন্ড স্টেশনে ৫৫ মিনিট মহানগর এক্সপ্রেস আটকে ছিল। পরে পাহাড়তলী ইয়ার্ড থেকে আরেকটি ইঞ্জিন আসার পর দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।