মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাপ্তাহিক মজুরি প্রদান না করায় মদনমোহনপুর চা বাগানে চা শ্রমিকরা ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন। পরে শ্রমিক নেতাদের অনুরোধে কাজে ফিরে যায় শ্রমিকরা।
জানা যায়, সাপ্তাহিক মজুরি প্রদান করার দিনে চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারেনি। দু'সপ্তাহ ধরে সাপ্তাহিক মজুরি দিতে পারছে না চা বাগান কর্তৃপক্ষ। ফলে চা বাগানের শ্রমিকরা বাগানের কাজ বন্ধ রেখে বাগানের ম্যানেজার অফিসের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন।
এসময় চা শ্রমিক রাম সেবক দাস, সীতারাম কৈরি, নারী শ্রমিক আদরী বাক্তি, শীলা দুষাদ, কুনতলা কুর্মী বলেন, আমরা তলব, রেশন পাই না। দু'সপ্তাহ ধরে মজুরি বন্ধ। কাজ করে যদি মজুরি না পাই তাহলে বাচ্চাদের উপোস রাখতে হচ্ছে। সাপ্তাহের তলব (মজুরি) সপ্তাহে দিতে হবে। না দিলে আমরা না খেয়ে থাকতে হবে।
চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ঊমা শংকর গোয়ালা ও সম্পাদক অযোদ্ধা প্রসাদ কৈরী বলেন, দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। সারা সপ্তাহ যদি কাজ করে শ্রমিকরা অপোস দিন কাটাতে হচ্ছে। চা শ্রমিকরা তাদের সাপ্তাহিক মজুরির উপর নির্ভরশীল। সাপ্তাহিক মজুরির টাকা দিয়েই তারা সপ্তাহের বাজার করেন। দু'সপ্তাহ অতিবাহিত হলেও শ্রমিকদের মজুরি দেয়া হয়নি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী বলেন, যদি দ্রæত সময়ের মধ্যে মজুরি না দেওয়া হয় তাহলে শ্রমিকরা কঠোর আন্দোলনে নামবেন।
মদনমোহন চা বাগানের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর বলেন, বর্তমানে চা বাগান গুলি চলছে কৃষি ব্যাংকের ঋণের উপর। কৃষিব্যাংক ঋণ সেনশন না করার কারণে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি। আশা করছি দ্রুতই শ্রমিকরা তাদের মজুরী পাবেন।
কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বকেয়া মজুরির দাবিতে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। পাত্রখোলা চা বাগানসহ সকল চা বাগানের শ্রমিকরাও দেড় মাসের বেতন-ভাতা, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চা বাগান ফ্যাক্টরির সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
মাবনবন্ধনে বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকদের প্রায় দেড় মাসের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরি নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। হাসপাতাল গুলোতে ঔষধ নেই। তারা বলেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, অথচ মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। অনেক দোকানীরাও আর বাকি দিতে চাইছে না। দ্রæত তাদের বকেয়া মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময়ে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সেক্রেটারি মোবারক হোসেন, চা শ্রমিক যুব নেতা প্রদীপ পাল, চা শ্রমিক সর্দার স্বপন মাদ্রাজি, শ্রমিক নেতা স্বপন কূর্মী প্রমুখ। পাত্রখোলা চা বাগানের ম্যানেজার দিপেন সিংহ বলেন, ছয় জন পরিচালক পদত্যাগ করায় ও এমডি (চেয়ারম্যান) পলাতক থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই মাসের ২০ তারিখের মধ্যে সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।
কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিতে কৃষিকাজ করার সময় প্রচন্ড বজ্রপাতে আমজদ হোসেন (৩৫) মারা যায়। সে গ্রামের রইছ মিয়ার পুত্র। আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, বিষয়টি শুনেছি। সঠিকভাবে তথ্য পাওয়া গেলে আর্থিক সহায়তা প্রদান করা হবে।