ফেনী শহরের মহিপালে ৪ আগস্ট আওয়ামীলীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষণে কলেজ ছাত্র মাহবুবুল আলম মাসুম হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মামলায় সদ্য পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী সহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরো ৪শ থেকে ৫শ জনকে অজ্ঞাত আসামী রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তার ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মাহমুদুল হাসান মামলায় উল্লেখ করেন, ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের গুলিবর্ষণে ছাগলনাইয়ার আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল আলম মাসুমের মাথা, বুকে ও পিঠে গুলি লাগে। এরপর তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ আগস্ট আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত; ৪ আগস্টের ঘটনায় এনিয়ে ৭টি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৬শ নেতাকর্মীকে আসামী করা হয়।