ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: রোববার থেকে খোলা থাকবে দেশের সব পোশাক কারখানা: শিল্প উপদেষ্টা       সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি ৪ দিনের রিমান্ডে      দশ বছরেও বাস্তবায়ন হয়নি আন্ডারপাস প্রকল্প      ভৈরবে ট্রাক-সিএনজি-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১      কক্সবাজার উপকুলে ফিরেনি ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে      কক্সবাজারে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল      




দুই সিটির নিয়ন্ত্রণে মরিয়া অসাধু চক্র
সাইদুল ইসলাম
Published : Wednesday, 4 September, 2024 at 11:53 AM
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চরম অস্থিরতা বিরাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে। সরকার পতনের  দুদিন আগেই গোপনে দেশ ছাড়েন তখনকার মেয়র শেখ ফজলে নূর তাপস। আত্মগোপনে থাকলেও সম্প্রতি অফিসে এসে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে লুকিয়ে অফিস ত্যাগ করেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। এরপর গত ১৯ আগস্ট দুই সিটিতে প্রশাসক নিয়োগ দেয় নতুন সরকার। কিন্তু দুই সিটির উন্নয়নকাজ নিয়ন্ত্রণ ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধা নিতে মরিয়া হয়ে উঠছে  অসাধু চক্র। ফলে দুই সিটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুতেই অস্থিরতা কাটছে না। 

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পতনের পর থেকে মেয়রদের পাশাপাশি দুই সিটির আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে রয়েছেন। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজের নিয়ন্ত্রণ ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন অসাধু চক্র। তারা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছেন বলেও দুই সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করেছেন। তাদের সঙ্গে দক্ষিণ সিটির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কিছু নেতাও রয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দুই সিটি করপোরেশনে দলীয় পরিচয়ে কেউ কোন বিষয়ে প্রভাব খাটালে তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে, দক্ষিণ সিটির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ডিএসসিসির প্রধান প্রকৌশলী আশিকুর রহমান স্বপদে ফিরিয়েছেন ওই চক্রটির মাধ্যেমে। দুর্নীতির অভিযোগে বরখাস্ত এই প্রকৌশলী শেখ হাসিনার বোন শেখ রেহানার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ৫ আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবে নগরভবনে একক আধিপত্য বিস্তার করেন তিনি। তার বিরুদ্ধে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, সিটি সেন্টার নির্মাণ প্রকল্পে অনিয়ম, করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। ক্ষমতার রদবদলের পর বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রকৌশলী আশিকুর রহমান। পরবর্তীতে নানান অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে দক্ষিণ সিটি। এদিকে, প্রতিদিন দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে নানা দাবি আদায়ে অনেকেই  বিক্ষোভ করছেন, কেউ কেউ নেতৃবৃন্দ নিয়ে দিচ্ছেন মহড়া। 

এদিকে, সম্প্রতি দক্ষিণ সিটির একটি উন্নয়নের দরপত্র জমা দেওয়া নিয়ে একজন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাকে মারধর করা হয়। আর লাঞ্ছিত করা হয়েছে ৭ জন কর্মকর্তাকে। এছাড়া, এক কর্মকর্তাকে সবার সামনে মারধর করা হয়। এর ফলে দাপ্তরিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে। আর কিছু কর্মকর্তাকে সাবের মেয়রের লোক আখ্যায়িত করে হুমকি দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করা হচ্ছে। এদিকে, উত্তর সিটিতে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে।  এরমধ্যে উল্লেখযোগ্য, বহুল আলোচিক সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং মেয়র দপ্তরের শক্তিশালী সিন্ডিকেটের অন্যতম সহযোগী চিহ্নিত দুর্নীতিবাজ প্রকৌশলী এসএম শফিকুর রহমানকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক ও আমিনবাজার ল্যান্ডফিল্ডের দায়িত্ব থেকে সরানো হয়েছে। খন্দকার মাহবুব আলম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিভিল সার্কেলকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলে বদলি করা হয়েছে।

ফারুক হাসান মো. আল মাসুদ নির্বাহী প্রকৌশলী (পুর) অঞ্চল-৯ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলের অতিরিক্ত দায়িত্বপালনকারীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী,সিভিল সার্কেলে বদলি করা হয়েছে। মোহাম্মদ আবুল কাশেম তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পরিবেশ, জলবায়ু ও দূযোর্গ ব্যবস্থাপনা সার্কেলকে নিজ দায়িত্বসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। মো.ফরহাদ নির্বাহী প্রকৌশলী অঞ্চল-৭কে নির্বাহী প্রকৌশলী (ডিসপোজাল) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়েছে। ইশতিয়াক মাহমুদ নির্বাহী প্রকৌশলী (পুর) অঞ্চল-১ কে নিজ দায়িত্বসহ নির্বাহী প্রকৌশলী অঞ্চল-৭ এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এসব কর্মকর্তারাও আগের পদে আসতে অসাধু চক্রের সাথে তাল মিলিয়ে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে যারা সৎ এবং পদোন্নতি পাননি এমন ব্যক্তিদের আবারও সুযোগ-সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দুই সিটির কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন দলের নির্দেশনা উপেক্ষা করে নিজেদের প্রভাব জাহির করতে দলবল নিয়ে দুই সিটিতে মহড়া দিচ্ছেন বিএনপির নামধারী কিছু নেতা। তারা নানাভাবে উন্নয়নকাজের নিয়ন্ত্রণ ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এর ফলে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলছে আতঙ্ক ও অস্থিরতা। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সিটির একজন কর্মকর্তা বলেন, মূলত মেয়র ও কাউন্সিলররা না থাকায় উন্নয়নকাজের নিয়ন্ত্রণসহ সব তদারকি করতে চায় অসাধু চক্র । তারা বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের হুমকিদমকি দিচ্ছেন। তাদের না জানিয়ে কাউকে বদলি করা যাবে না। পদোন্নতি ও পদায়ন বন্ধ করা যাবে না। তারা নগর ভবনে করপোরেশনের যে অবস্থার সৃষ্টি করছেন, তাতে স্বাভাবিক কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। ঠিকাদারি, ইজারাসহ নানা সুবিধা দিতে চাপ দিচ্ছেন। মূলত বিএনপিসহ বর্তমান সরকারের সম্মান নষ্ট করতেই তারা মাঠে নেমেছেন। তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]