ই-পেপার বাংলা কনভার্টার  বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
ই-পেপার  বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশি জরুরি : সালেহউদ্দিন আহমেদ      হঠাৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত গ্রাম-শহর      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২       চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা জোরদার করবে: পরিবেশ উপদেষ্টা      




দীর্ঘ ৩২ মাস পর পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
Published : Wednesday, 14 August, 2024 at 5:48 PM
দীর্ঘ ৩২ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। যদিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের এই দুই ম্যাচের সিরিজে টাইগাররা জয়ের স্বপ্ন দেখলেও সমীকরণের দিক দিয়ে এগিয়ে পাকিস্তান। একাধিকবার জয়ের সম্ভাবনা জাগালেও এখন পর্যন্ত মোট ১৩ বারের দেখায় ১২ ম্যাচে হেরেছে লাল-সবুজ, আর ড্র করেছে একটিতে। বাংলাদেশ টেস্টে সবশেষ পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো ২০২১ সালে। ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে টাইগাররা হয়েছিলো হোয়াইটওয়াশ। মেন ইন গ্রিনদের বিপক্ষে সমীকরণও খুব খারাপ লাল-সবুজের। দীর্ঘ ৩২ মাস পর আবারও তাদের সঙ্গে লাল বলের লড়াই শান্ত-মিরাজদের। ২০০১ সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে আসছে বাংলাদেশ। যদিও লাল-সবুজদের সামনে জয়ের সুযোগ এসেছিলো একাধিকবার। ২০০৩ সালে মুলতান টেস্টে ২৬১ রানের টার্গেটে পাকিস্তানকে বেশ চাপেই ফেলেছিলো খালেদ মাসুদ সুজনের দল। তবে, রশিদ লতিফের এক বিতর্কিত ক্যাচ আর ইনজামাম-উল হকের দুর্দান্ত ইনিংস বাঁচিয়ে দেয় মেন ইন গ্রিনদের। ১৬৪ রানে ৭ উইকেট হারানোর ১৩৮ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে এনে দেন ১ উইকেটের জয়। সঙ্গে প্রথম টেস্ট জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে একমাত্র ড্র করেছিলো ২০১৫ সালের খুলনা টেস্টে। সেই ম্যাচেও অবশ্য জয় পেতে পারতো টাইগাররা। তবে, বোলাররা দিতে পারেননি দায়িত্বের পরিচয়। যদিও সেই টেস্ট দিয়ে ইতিহাসের পাতায় নাম উঠিয়েছিলো লাল-সবুজ। তৃতীয় ইনিংসে ওপেনিংয়ে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের করা ৩১২ রানের পার্টনারশিপ টেস্টে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রথম। এর আগে ১৯৬০ সালে তৃতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ২৯০ রান করেছিলেন ইংল্যান্ডের জিওফ পুলার ও কলিন কাউড্রে। এবার আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান গিয়েছে শান্তর দল। এখন দেখার অপেক্ষায় ২৩ বছরের ইতিহাস বদলাতে পারেনি কি না টাইগাররা। আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]