Published : Wednesday, 14 August, 2024 at 5:44 PM, Update: 14.08.2024 6:23:12 PM
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে ফেনীতে বাজার মনিটরিং করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন তারা। এসময় জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকানের ভাউচার চেক করেন। পণ্যের মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটি তদারকি করেন। তারা দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে ও ক্রয় রশিদ সাথে রাখতে অনুরোধ করেন ব্যবসায়ীদের।
তবে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। পরির্দশনে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরির্দশক মিজানুর রহমান, কৃষি বিপণন কর্মকতা হারুন উর রশিদ সহযোগিতা উপস্থিত ছিলেন।
কৃষি বিপণন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আবদুল কাদের বলেন, নিত্যপণ্যের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটর করছি। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করলে জেলা প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়কদের মধ্যে তারেক ফারদিন, ওমর ফারুক, সালমান হোসেন, আবদুল্লাহ মাহফুজ উপস্থিত ছিলেন।