দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সীমাহীন দুর্নীতি, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণ, ফ্যাসিবাদের লেজুড়বৃত্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক অনুপম মহাজনের পদত্যাগের দাবি চেয়ে স্লোগান দেন। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও এই বিক্ষোভকে সমর্থন করে তাতে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় শিক্ষার্থীদেরকে বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষককে নানাভাবে হেনস্তা করেন। তাই প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগ দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষক পদত্যাগ করা না পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক অনুপম মহাজন নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।