পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহর বিভিন্ন যায়গায় ঈশ্বরদী কে নতুন রুপে রাঙাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকেই ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়স্থ সড়কে ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্ন ও বিভিন্ন ধরনের গ্রাফিতি সহ ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা ঈশ্বরদী আমাদের অহংকার, এ দেশ আমাদের, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন স্লোগান লিখতে দেখা যায়।
এক শিক্ষার্থী বলেন, এই শহর আমাদের তাই এই শহরকে পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব। শিল্পের মাধ্যমে মনের ভাব প্রকাশ করছে শিক্ষিত মানুষ। বর্তমান সময়ে এই অন্যায়ের প্রতিবাদ আমরা এসব গ্রাফিতি একে তুলে ধরছি।