ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গ্রেপ্তার      দশ বছরেও বাস্তবায়ন হয়নি আন্ডারপাস প্রকল্প      ভৈরবে ট্রাক-সিএনজি-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১      কক্সবাজার উপকুলে ফিরেনি ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে      কক্সবাজারে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল      




সৈয়দপুরকে সামলে নিয়েছে শিক্ষার্থীরা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
Published : Thursday, 8 August, 2024 at 5:06 PM
সারিবদ্ধ হয়ে চলা শুরু করেছে যানবাহনগুলো। অযথা কেউ অভারটেকও করছে না। একদিক দিয়ে আসা অপরদিকে দিয়ে যাওয়া চলছে। আবার সবিনয়ে মাথায় হেলমট পড়ার অনুরোধও করছে। এভাবে যেনো গোটা সৈয়দপুরকে সামলে নিয়েছে ওরা। হ্যাঁ ওরা শিক্ষার্থী। সৈয়দপুর শহরকে শৃঙ্খলায় আনতে দৃঢ় সংকল্প তাদের মনে। যখন নেই ট্রাফিক পুলিশ তখন শহরের যানজট নিরসনে এভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাথে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। 

বৃহস্পিতার (৮ আগস্ট) সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ পাঁচমাথা মোড়, সোহেল রানা মোড়, সিএসডি মোড়, টার্মিনাল চত্ত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এভাবে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। শিক্ষার্থীদের এমন মহৎ কাজ দেখে পথচারীরাও বলছেন যেভাবে এই শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলে এনেছে  পুলিশও তেমন পারিনি। এভাবে উত্তরের ব্যস্ততম শিল্প ও বাণিজ্য শহর নীলফামারীর সৈয়দপুরে সড়কে শৃঙ্খলা ফিরাতে ট্রাফিকের ভূমিকায় মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থী রিয়া, শাহবাজ, রানাসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, বর্তমানে মোড়ে মোড়ে ট্রাফিক নেই। এ অবস্থায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছিল সৈয়দপুরে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে কয়েকশ' শিক্ষার্থী পালাক্রমে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আমাদের সহযোগিতা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সুভা, স্কাউট, বিএনসিসি ও আনসার সদস্যরা।

পাঁচমাথা মোড় এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম মাসুম। তার সাথে কথা বললে তিনি জানান, দেশগড়ার কাজ করছি। দেশটা আমাদের। সকলে মিলে দেশকে সাজাতে হবে। কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেলো পাঁচমাধা মোড়ের পুড়িয়ে যাওয়া পুলিশ বক্স পরিস্কার করতে। শহরের ফুটপাথ থেকেও আবর্জনা সরাচ্ছিলেন তারা।

কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী রাফেতুজ্জামান রিফাত জানান, মাঠে পুলিশ না থাকায় ভয়াবহ যানজট চলছিলো শহরে। এতে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ও বিমান যাত্রীসহ অনেকেই দুর্ভোগ পোহাচ্ছিলেন। ফলে আমরা সামাজিক ও মানবিক বোধ থেকে ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আনসারসহ অন্যান্য শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করছেন।

শহরের মদিনা মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন মিলন মোস্তফিজ নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, যতক্ষণ ট্রাফিক পুলিশ কাজে ফিরছে ততক্ষণ দায়িত্ব পালন করে যাবো। শিক্ষার্থী শামীম আল-সাজিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ করতে শহরের শহীদ স্মরণীর নামটির নাম বদলে শহীদ আবু সাঈদ চত্বর করা হয়েছে।

শিক্ষার্থীদের কর্মকান্ড দেখে মুগ্ধ শহরের ব্যবসায়ীরা। সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন বলেন, শিক্ষার্থীরা ভালো কাজ করছে। শহরে ভয়াবহ যানজট কমেছে। সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা চাই দ্রæত সবকিছু স্বাভাবিক হয়ে উঠুক।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের যতই প্রশংসা করি কম হবে। ক্রান্তিকালে তাঁরা যেভাবে সহযোগিতা করেছে জাতি তাঁদের অবদান আজীবন মনে রাখবে





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]