ই-পেপার বাংলা কনভার্টার রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
ই-পেপার রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস       দ্রুত সময়ের মধ্যে গুম খুনের আসামি হাসিনার বিচার করতে হবে : মামুনুল হক      নওগাঁয় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু       কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস      বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়লো ২০২৪      ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান      পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুটকৃত অস্ত্র উদ্ধার      




দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হচ্ছে ৫৭ তম বিশ্ব ইজতেমা
গাজীপুর মহানগর সংবাদদাতা
Published : Saturday, 10 February, 2024 at 6:35 PM
আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে শূরায়ে নেজামের আখেরী মোনাজাত। এই মোনজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা ৫৭তম বিশ্ব ইজতেমা। আখেরী মোনাজাত পরিচালনা করবেন  মাওলনা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

প্রথম পর্বের মতই দ্বিতীয় পর্বে লাখ লাখ মুসল্লি আখেরী মোনাজাতে অংশ গ্রহন করবেন। ইতোমধ্যে ইজতেমার প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। মসল্লিরা রাস্তার দুই দ্বারে ফুটপাতে অবস্থান করছেন। মুসল্লিদের আগমনের ধারা আখেরী মোনাজাত পর্যন্ত অব্যাহত থাকবে। ’

বয়ান করলেন যারা:  শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়াান করেন মাওলানা সাঈদ বিন সাদ (ভারত), বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমের বয়ান করেন মাওলানা আব্দুল আজিম(ভারত)। যোহরের পরে বয়ান করেন মাওলানা শরিফ (ভারত), বাংলায় তরজমা করেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান করেন মাওলানা ওসমান (পাকিস্তান),  বাংলায় তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পরে যৌতুক বিহীন বিবাহ  অনুষ্ঠিত হয়। মাগরিবের পরে বয়ান করেন মুফতি ইয়াকুব (ভারত),  বাংলায় তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত),  বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। সকাল ১০টার দিকে হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে ৬জন এবং ময়দানে আসার পথে ১ মুসল্লি মারা যান।  

মারা যাওয়া মুসল্লিরা হলেন, ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮)। সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বড়াইখোলা গ্রামের মৃত বেলায়েত মন্ডলের ছেলেজালাল মন্ডল (৬০), জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। এছাড়া বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

বিশ্বের ৬২ দেশের ৭৮৪৮ বিদেশি মেহমান: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরী মোনাজাতে শরীক হতে ৬২ দেশের ৭৮৪৮ জন বিদেশি মেহমান ময়দানে এসে পৌছেছেন। এর মধ্যে ইংলিশ ২৪১৫, পশ্চিমবঙ্গ  ২৪২৩, উর্দু ২২৫৫,  আরব ৪৮৩ জন, বিদেশী শিক্ষার্থী ১৫০,  এক্সপেট্রিয়েট( বিদেশে বসবাসের উদ্দেশ্য নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করা) ১২২।

গণপরিবহন বন্ধ:  শনিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩শ’ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

যৌতুকবিহীন বিয়ে: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন (শনিবার) বাদ আসর ১৪ জোড়া বর-কনের যৌতুক বিহীন বিয়ের নিবন্ধন হয়েছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম  গনমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন। পারস্পরিক সম্মতিতে বরেরা ইজতেমার ময়দানে  উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়। যৌতুক বিহীন বিয়ে  পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ ।  

এদিকে আখেরী মোনাজাতে বেশ কয়েকজন ভিআইপি অংশগ্রহন করবেন বলে জানা গেছে। এই পর্বেও আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে  মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী পন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীদের বিশ্ব ইজতেমা।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]