ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কুমিল্লা বিশ্ববিদ্যালয়: নতুন ভিসিতে বছর শুরু শিক্ষক রাজনীতির উত্তাপে শেষ
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৩:২৫ পিএম  (ভিজিটর : ৬৬৪)
কুবি সংবাদদাতা : পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত সবাই। নতুন বছরের আগমনের ঠিক আগমুহূর্তে পুরোনো পৃষ্ঠা উল্টে দেখা যাক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২২ সালে কেমন ছিলো। এবং তুলে ধরা হলো এবছরের কিছু আলোচিত ঘটনা।


উপাচার্য নিয়োগ
নতুন বছরের শুরুতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। তিনি গত ৩১ জানুয়ারি ২০২২ থেকে পরবর্তী চার বছর দায়িত্ব পালন করবেন।

নতুন প্রক্টর নিয়োগ ( ভারপ্রাপ্ত)
উপাচার্য নিয়োগের পরই পুরোনো প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়াদ পূর্ণ হওয়ায় এ পদে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

শিক্ষক সমিতি, ছাত্রলীগের সাথে প্রশাসনের দূরত্ব
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও ছাত্রলীগের সাথে নানা কারণে সমম্বয়হীনতার অভিযোগ উঠেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। ভর্তি পরীক্ষার আয়কৃত টাকা থেকে শিক্ষক সমিতির প্রস্তাবে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হলেও অনুষ্ঠানে শিক্ষক সমিতির কোনো প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়নি তখন। আমন্ত্রণ জানানো হয়নি শাখা ছাত্রলীগকেও। এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষ্ঠানে এ সমন্বয়হীনতার অভিযোগ করেছেন তারা। এসব কারণে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক ও ছাত্র নেতারা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন নানা সীমাবদ্ধতার কথা। 

রেজিস্ট্রার নিয়োগ
৫ মাস রেজিস্ট্রার শূন্য থাকার পর ২৪ আগস্ট ( বুধবার ) সন্ধ্যায় ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীকে রেজিস্ট্রার এর ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়।

শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে ধোঁয়াশা ও
হল সিলগালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেইজ থেকে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার)  রাত ১১ টা ৪৯ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে সোমবার (৩ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টক শো’তে তিনি বলেন, বর্তমানে যে কমিটি আছে সেটি বলবৎ থাকবে। এ মাসের শেষে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে কমিটি তুলে দিব।  এরপরে শাখা ছাত্রলীগের নাটকীয় কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গত ২ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়। এমনকি ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হয়

প্রক্টর কান্ড
বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর বিরুদ্ধে আইন অমান্য করে প্রক্টর হওয়া, মাদককে প্রশ্রয়, ছাত্রলীগের সংঘর্ষে নির্লিপ্ততা, উপাচার্যের কার্যক্রমে প্রভাব বিস্তার, সম্প্রসারিত প্রকল্পে ভূমি বাণিজ্য, প্রভাব বিস্তার করে ভূমি বাণিজ্যে জড়িতদের বিভিন্ন প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া সহ বিস্তর অভিযোগ উঠে। তবে এসকল অভিযোগ থাকলেও বহাল তবিয়তে ভারপ্রাপ্ত প্রক্টর পদে থাকেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এই সহকারী অধ্যাপক।

ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২৩৭ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীদের হাতে ৮ হাজার ৫০০ টাকার হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে অভিনব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নির্দিষ্ট এক প্রার্থীকে নিয়োগ দিতে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা লঙ্ঘন করে একই সাথে দুই নীতি অনুসরণ করে ‘অভিনব’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ বিজ্ঞপ্তি কোনোভাবেই বিধিসম্মত নয় বলে বলে মন্তব্য করেছে ইউজিসি। এ বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কার্যালয়ে গিয়ে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও প্রতিবেদকের সাথে দেখা করতে রাজি হননি তিনি।

কুবি শিক্ষার্থীদের তৈরি রোবট নিকো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের তৈরি করা তৃতীয় রোবট ‘নিকো’। কথা বলা রোবট ‘সিনা’ ও ‘ব্লুবেরি’র পর এবার শিক্ষার্থীরা তৈরি করলেন রোবট ‘নিকো’। রোবট নিকো চলাফেরা বা কথা বলার পাশাপাশি মানুষের ছবি দেখে বলে দিতে পারবে পরিচয়। মানুষের সহকারী হিসেবে কাজ করতে পারবে। যেকোন এলাকা থেকে ছবি তুলে ভিডিও করে তথ্য দিতে পারবে নিকো। এছাড়া নিকোকে চাইলে নিরাপত্তাকর্মী হিসেবে ব্যবহার করতে পারবে।

ছাত্রীদের নতুন হল উদ্বোধন
৩১ (রবিবার) জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বহুল প্রতীক্ষিত শেখ হাসিনা হলের উদ্বোধন করা হয়। ঐদিন বেলা ১১টায় উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈন কেক ও ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে হলটির উদ্বোধন করেন।

গবেষণায় বাজেট বৃদ্ধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। যার পরিমাণ ৬৪ কোটি ১৬ লাখ টাকা। এবারের বাজেটে গবেষণা খাতে প্রায়
৭৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের ৫৯ শতাংশ ব্যয় করা হবে বেতন ও ভাতাদি বাবদ।২০২২-২৩ অর্থবছরে ৬৪ কোটি ১৬ লাখ টাকা বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। যেখানে গবেষণা বাবদ ২ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সবার উপস্থিতিতে এ স্থগিতের সিদ্ধান্ত দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জিএম. মনিরুজ্জামান। এর আগে  ঐদিন সকাল ৯ থেকে নির্বাচন শুরু হওয়ার কথা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকীসহ বেশ কয়েকজন শিক্ষক নির্বাচনে হস্তক্ষেপ করেন বলে জানা গেছে। তাদের দাবি, নির্বাচন হয় শিক্ষক লাউঞ্জে, কিন্তু এবার অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদে। পরে বেলা ১টা পর্যন্ত দরজার প্রবেশ পথ অবরোধ করে রাখেন তাঁরা। এদিকে অন্যরা ভোটের জন্য বাহিরে দাঁড়ালেও বাঁধার মুখে একটি ভোটও পড়েনি কেন্দ্রে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]