ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কোথায় কখন পেলের শেষকৃত্য
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:৪২ পিএম  (ভিজিটর : ১৬২)
অনলাইন ডেস্ক : ফুটবলের রাজা পেলেকে শেষ বিদায় জানানোর সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সান্তোস ক্লাব প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপন ও কেলেস্তের সড়কে তার শয্যাশায়ী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তাকে ৩ জানুয়ারি সমাহিত করা হবে। খবর এসোসিয়েটেড প্রেসের। 

বৃহস্পতিবার দিবাগত রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পেলে। কাতার বিশ্বকাপ চলাকালে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে নেয়া হয় 'এন্ড-অব-লাইফ কেয়ার ইউনিটে।'

পৃথিবীতে সময় শেষ হয়ে এসেছে জেনে তখনই নিজের 'শেষযাত্রা' বিষয়ে বলে গেছেন পেলে। যেতে চেয়েছেন সান্তোস ক্লাব স্টেডিয়ামে, যেখান থেকে তিনি হয়ে উঠেছেন ফুটবলের রাজা।

পেলের ইচ্ছানুযায়ী, তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। তার আগে সমাহিতের জন্য ফুটবল মহাতারকার মরদেহ প্রস্তুত করা হবে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে।

সেখান থেকে আগামী ২ জানুয়ারি কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস প্রাঙ্গণে। ক্লাবের পক্ষে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য 'ফুটবলের রাজার' মরদেহ ২৪ ঘণ্টা রাখা হবে স্টেডিয়ামের মাঝমাঠে। পরদিন তার মরদেহ নিয়ে 'শেষযাত্রা' হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়কে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী।

এরপর পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে। তবে সেখানে উপস্থিত থাকতে পারবেন না সাধারণ জনগণ।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]