ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ফিরে দেখা রাবিপ্রবির ২০২২
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:৪৪ এএম  (ভিজিটর : ৩৫৫)
রাবিপ্রবি সংবাদদাতা : অন্যান্য বছরের চেয়ে চলতি বছর দারূন কাটিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। সু-উচ্চ পাহাড়, কাপ্তায়লেকের জলরাশি আর বছরজুড়ে পর্যটনে মুখরিত এই শহরের বিশ্ববিদ্যালয়ের চলতি বছর হারিয়েছে, পেয়েছে আবার নানা অর্জন ও করেছে। বছরজুড়ে আলোচনা-সমালোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আজকের সালতামামি। তবু ফুরিয়ে যাওয়া ২০২২ এর গল্পকে বিদায় জানিয়ে  ২০২৩ এর নতুন রাবিপ্রবি দেখার অপেক্ষায় রাবিপ্রবিয়ানরা।

জানুয়ারী :  গুচ্ছ পদ্ধতীতে ভর্তি ইচ্ছুদের সাক্ষাতকার, নতুন বছরে ক্যাফেটেরিয়ার সংকট, দীপঙ্কর তালুকদার ভবনের উদ্ভোধন ও ছিলো প্রথম মাসের গুরুত্বপূর্ণ ঘটনা।
ফেব্রুয়ারি : রাবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক কাঞ্চন চাকমার যোগদানের মাধ্যমে শুরু হয়েছিলো রাবিপ্রবির দ্বিতীয় মাস, মাতৃভাষা দিবস পালন ও ছিলো উল্ল্যেখযোগ্য ঘটনা।

 মার্চ : নবীনদের পদচারণায় মুখরিত রাবিপ্রবি, ৭ ই মার্চ, ও স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে অগ্নিঝড়া মার্চের সমাপ্তি ঘটে।
এপ্রিল : বৈসাবি উৎসব, বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৬ গবেষক,ইফতার মাহফিল , টেকনোলজিকাল ফেসটিভেলের আয়োজনের  মাধ্যমে ব্যস্ততম মাস পার করে রাবিপ্রবি।

মে : টেকনোলজিকাল ফেস্টিভেলের সমাপ্তি, উপ-উপাচার্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিপ্রবি গড়ে তোলার স্বপ্ন, ঈদুল ফিতরের ছুটি শেষে রাবিপ্রবিয়ানদের ক্যাম্পাসে ফেরা ছিলো এই মাসের ঘটনা।
জুন : বিশ্ববিদ্যালয়ের অবস্থান পর্যটন নগরীতে হওয়ার কারণে প্রতিবছরের ন্যায় এই বছরেও বিশ্বপরিবেশ দিবস গুরুত্ব দিয়ে পালন করেছে রাবিপ্রবি। এই বছরের প্রতিপাদ্য ছিলো  ”খরারহম ঝঁংঃধরহধনষু রহ ঐধৎসড়হু রিঃয ঘধঃঁৎব”

জুলাই : ঈদ-উল আযহার দিন থেকে ঈদের ছুটি ঘোষনা ছিলো এই মাসের সব চেয়ে সমালোচিত ঘটনা। তবে বিশ্ববিদ্যালয়ের বাজেট পাশ, প্রশাসনিক ভাবে প্রথমবার ঘটা করে বিশ্ববিদ্যালয় দিবস পালন ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এসব আলোচনা ও সমালোচনার ভিড়ে আঢ়াষের বৃষ্টি বিলাস বাদ যায়নি রাবিপ্রবিয়ানদের স্মৃতি থেকে। 

আগষ্ট : শোকের মাসে নতুন করে শোকহত ছিলো রাবিপ্রবি। সাবেক উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার পরলোকগমনে রাবিপ্রবিতে নেমে এসেছিলো শোকের ছায়া। এছাড়াও ৭ ই মার্চ ও ১৫ই আগষ্টে  শোক ও শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছিলো রাবিপ্রবি, বহুল প্রত্যাশিত ক্যাফেটেরিয়ার যাত্রা শুরু হয়েছিলো এই মাসে।

সেপ্টেম্বর : টেকনোলজিকাল ফেস্টিভলের পুরষ্কার বিতরণ, প্রয়াত উপচার্যের স্মরণ সভা ও ক্রিয়াঙ্গণের মাধ্যমে রাবিপ্রবির সবচেয়ে আলোচিত মাস এই সেপ্টেম্বর। প্রায় আট মাস উপাচার্য বিহীন রাবিপ্রবি প্রথম নারী উপাচার্য হিসেবে প্রফেসর ড.সেলিনা আখতারকে এই মাসেই প্রশাসনিক দ্বায়িত্বে পেয়েছে। যোগদানের পরপরেই টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, পুস্প স্তবক অর্পণ, দোয়া কামনা এবং শোক বইতে স্বাক্ষর ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসেই নবাগত উপাচার্য বঙ্গবন্ধুর আর্দশে রাবিপ্রবির গড়ার আহ¦বান জানিয়েছিলেন।

অক্টোবর : প্রসাশনিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন, সারদীয় দূর্গা পূজা, প্রবারণা পূর্ণিমা, শেখ রাসেল দিবস ২০২২ ও  শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) নবাগত উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় ছিলো এই মাসের আলোচিত ঘটনা। দুইজন সহকারী প্রভোস্ট নিয়োগ করাও হয় এই মাসেই।
নভেম্বর : বিভিন্ন বিভাগের জন্মদিন পালন,বিশ্ব মৎস দিবস পালন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ছিলো এই মাসের আলোচিত ঘটনা।
ডিসেম্বর : নতুন রেজিষ্ট্রারের যোগদান, শহীদ বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয় দিবস উদযাপন ও ইনোভেটিভ টিচিং বিষয়ে কর্মশালা এর মাধ্যমে ২০২২ খ্রিঃ সকল কার্যক্রম শেষ হয়ে যায়।  বছরের শেষ সময়ে বড় দিনের ছুটি ও শীত কালের অবকাশের মাঝে রাবিপ্রবি এখন নীরব।

পুরানো বছরের নেয়া নানা কর্মপরিকল্পনা ও বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যাগুলো নতুন বছরে খুব দ্রুত সমাধানের মাধ্যমে রাবিপ্রবি প্রকাশ করবে তার আপন শক্তি ও দেখাবো নতুন আলো , নতুন প্রসাশনের হাত ধরে ২০২২ এর চেয়ে ২০২৩ হবে আরো অর্জনের, আরো সাফল্যের এমনই মনে করছেন রাবিপ্রবিয়ানরা।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]