ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: রোববার থেকে খোলা থাকবে দেশের সব পোশাক কারখানা: শিল্প উপদেষ্টা       সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি ৪ দিনের রিমান্ডে      দশ বছরেও বাস্তবায়ন হয়নি আন্ডারপাস প্রকল্প      ভৈরবে ট্রাক-সিএনজি-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১      কক্সবাজার উপকুলে ফিরেনি ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে      কক্সবাজারে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল      




পিআইবি’র ডিজি ও পরিচালক প্রশসনকে অপসারণের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
Published : Wednesday, 14 August, 2024 at 4:45 PM
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসের পদত্যাগের দাবিতে আজও উত্তল পিআইবি। বুধবার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দীর্ঘদিনের বৈষম্যের শিকার কর্মকর্তা- কর্মচারীরা। 

আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগের পত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা ও পাশাপাশি পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তারা জানান যতদিন জাকির হোসেন পদত্যাগ করছেন না,ততদিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে।

বুধবার (১৪ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস রোডস্থ হাবীবুল্লাহ বাহার কলেজ ঘুরে পুরাতন সার্কিট হাউজ পর্যন্ত ঘুরে পিআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা নানান স্লোগান দিতে থাকেন। তাদের একটাই দাবী জাফর ওয়াজেদ পদত্যাগ করেছে এখন জাকিরের পদত্যাগ ছাড়া পিআইবি’তে সবাই কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবে।

বিক্ষোভে অংশ নেওয়া দীর্ঘ ২৪ বছর পিআইবির রিসার্চ অফিসার হিসেবে কর্মরত শেখ মজলিশ ফুয়াদ বলেন, জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তাঁর ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন-২০১৮ অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে। সাংবদিকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে ঢেলে সাজাতে পিআইবি’র সংস্কার প্রয়োজন।দীর্ঘদিন অনিয়মের কারণে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিয়ে বঞ্চনার অবসান ঘটাতে হবে।

পিআইবিতে দীর্ঘ ২০ বছর প্রশিক্ষক হিসেবে কর্মরত পারভীন সুলতানা রাব্বি বলেন, গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সিন্ডিকেট করে কতিপয় ব্যক্তি পকেট ভরিয়েছে। পরিচালক জাকির মূলত নির্বাহী অফিসার। তিনি যখন যে ডিজি আসে তাকে ম্যানেজ করে নিজেই সুবিধা নেয় এবং অন্যদের অন্যায়ভাবে শাস্তি দিয়ে থাকে। পিআইবি চলে পিআইবি আইন দ্বারা। যেখানে বোর্ডের অনুমতিতে সব সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও। তিনি ডিজিদের ব্যবহার করে অবৈধভাবে তিনটি পদোন্নতি ও ভাতা এবং সুযোগ-সুবিধা নিয়েছে। আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের জুলুম-নির্যাতন করা হয়েছে।

পিআইবিতে ২৯ বছর ধরে কর্মরত মিজানুর রহমান সরকার জানান, তিনি হিসাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় জাফর-জাকির গং কোনো বোর্ড মিটিং করতে দেয়নি। তারা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনেক টাকা লুটপাট করেছে।যতদিন জাকির পদত্যাগ কিংবা অপসারিত না হবে ততদিন লাগাতার বিক্ষোভ ও কর্মবিরতি চলবে।

উল্লেখ্য গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি  লিখেছেন, আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]