প্রবল বৃষ্টিপাত, পায়ের তলায় এবড়ো- খেবড়ো মাটি, পা রাখাই দায়। সেই সব প্রতিকূলতা কাটিয়ে ও রাতভর ভারতের কেরলের ওয়ানড়ে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ। ওয়ানড়ের ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৬ জনের।
গত ২৪ ঘন্টায় অন্তত ১৫০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও প্রায় ২ শতাধিক মানুষ নিখোঁজ। স্থানীয়দের মতে, নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ।
ওয়ানড়ের জেলা প্রশাসন জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে, তা খুড়েঁ উদ্ধারের কাজ চালালো খুব কঠিন। ওয়ানড়ের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহৃ স্থানীয় চার্চ, স্কুল কলেজের যা অবশিষ্ট আছে, সবকিছুকেই ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল এবং চিকিৎসার জন্য।