ই-পেপার বাংলা কনভার্টার রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১
ই-পেপার রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র      ঢাকা কলেজের শঙ্খনীল বাস ভাঙল আইডিয়ালের শিক্ষার্থীরা      সৈকতে ভেসে এলো আরও এক জেলের দেহ      সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি ৪ দিনের রিমান্ডে      




বিএনপি-জামাতের সহিংসতার প্রতিবাদে জাতিসংঘের সামনে আ.লীগের সমাবেশ
কৌশলী ইমা, নিউ ইয়র্ক থেকে
Published : Wednesday, 31 July, 2024 at 11:21 AM
বাংলাদেশে বিএনপি ও জামাত-শিবিরের অব্যাহত সহিংসতার প্রতিবাদে নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামমীলীগ ও আওয়ামীলীগ পরিবার। গত সোমবার (২৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বিএনপি ও জামাত-শিবিরের অব্যাহত সহিংসতায় দেশের জাতীয় সম্পদ ধবংস, সরকার উৎখাতের অপচেষ্টাসহ দেশের ভাবমূর্তি নষ্ট করায় জাতিসংঘের মহাসচিবের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামমীলীগ নেতারা।

সমাবেশ থেকে সংগঠনগুলোর নেতারা বলেন, সমাবেশ থেকে সংগঠনগুলোর নেতারা বলেন, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা হচ্ছে একের পর এক। তার মিলিয়ে বাড়ছে গ্রেপ্তারের সংখ্যাও।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। সঙ্গে গ্রেপ্তার হচ্ছে শিক্ষার্থীরাও। পুলিশ অবশ্য দাবি করছে, সহিংসতার যারা প্রকৃতপক্ষে জড়িত ছিল, তাদেরই কেবল গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, তা থেকে অপরাধী সনাক্তের পরই গ্রেপ্তার করছে তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সব দাবি মেনে নেওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কারীরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় বিএনপি-জামায়াত-শিবিরের ষড়যন্ত্রকারী-জঙ্গিরা নানাভাবে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের নামে  প্রচারণায় শেখ হাসিনার পদত্যাগের দাবি উত্থাপণ করা হচ্ছে। এ অবস্থায় স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির-রাজাকারদের বাংলাদেশে  নিষিদ্ধ এবং দেশ-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার দায়ে অবিলম্বে সবাইকে গ্রেফতারের দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে সহযোগিতার আবেদনসহ একটি স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে কাছে জমা দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ লিবারেশেন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএসহ মুজিব আদর্শে উজ্জীবিত বেশ কয়েকটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এক সমাবেশ থেকে এই আবেদন জমা দেওয়া হয়।

জামায়াত-বিএনপি-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ডাকা হয় সমাবেশ। পরে সমাবেশস্থলে এসে জাতিসংঘ মহাসচিবের পক্ষে পদস্থ কর্মকর্তা আদিত্য অধিকারি এই স্মারকলিপি গ্রহণ করেন। আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর তা কাছে আবেদন তুলে দেন।

এ সময় সেখানে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব সম্পাদক ড. মাহবুবুর রহমান টুকু, বাংলাদেশ লিবারেশেন ওয়ার ভেটেরান্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজসহ নেতৃস্থানীয়রা। আবেদন গ্রহণের পর মহাসচিবের রাজনীতি সম্পর্কিত কর্মকর্তা আদিত্য অধিকারি জানান, বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘের গভীর পর্যবেক্ষণ রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে নানা ইস্যুতে কাজ করছি। সে আলোকে এই স্মারকলিপির ব্যাপারেও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে। স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের ৬২ জনের স্বাক্ষর রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আসাদ খান, বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ বাতেন, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের নেতা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, আওয়ামী লীগের নেতা ফরাসত আলী, হাজী শফিকুল ইসলাম, হাকিকুল ইসলাম খোকন, এম এ করিম জাহাঙ্গির, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, এডভোকেট শাহ বখতিয়ার, হুমায়ূন কবির, সিরাজউদ্দিন সোহাগ, সাখাওয়াত আলী, আকতার হোসেন, শরাফ সরকার, আব্দুল হামিদ, তারেকুল হায়দার চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী, নূরল ইসলাম নজরুল, যুবলীগের নেতা বাহার খন্দকার সবুজ, শেখ হাসিনামঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইকবাল হোসেন, সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান , সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, সাবেক কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী ওলেমা লীগের নেতা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মিয়া, সহ-সভাপতি শেখ আতিক, সেক্রেটারি শাহীন আজমল, ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান প্রমুখ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।  





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]