ই-পেপার শনিবার ২৭ জুলাই ২০২৪
শিরোনাম: পিকে হালদারসহ ১৪ জনের মামলার রায় ৮ অক্টোবর       ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে নিহত ২১       প্রবল বৃষ্টিতে সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ       জলবায়ু তহবিলে ‌‌`সমানভাবে' অর্থায়ন চাইলেন শেখ হাসিনা        আবারও বাড়ল সয়াবিন তেলের দাম        বঙ্গবন্ধুকে হত্যার পর অন্যদল ক্ষমতায় আসলেও বাসন্তীদের ভাগ্যের কোন পররিবর্তন হয়নি: প্রধানমন্ত্রী        দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটা রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী       




জবি ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা ১ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
Published : Friday, 24 November, 2023 at 11:23 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রথম পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর ( শুক্রবার) এক সভার আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৩ টায় 
ইংরেজি বিভাগে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি কমিটি কর্তৃক প্রস্তুতকৃত গঠনতন্ত্র চূড়ান্তকরণ, আগামী ফেব্রুয়ারীতে বড় পরিসরে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনীর আয়োজন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে আলোচনা হবে বলে। 

এর আগে গত ১৭ নভেম্বর ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মমিন উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ১ ডিসেম্বরের সভায় বিভাগের  প্রত্যেক ব্যাচের পক্ষ থেকে ৩ জন করে প্রতিনিধির নাম বিভাগের ই-মেইলে পাঠানোর জন্য সকল ব্যাচকে অনুরোধ করা হয়। যেহেতু ফেব্রুয়ারীতে পুনর্মিলনীর আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে সে হিসেবে সর্বশেষ ১৪ তম আবর্তন পর্যন্ত শিক্ষার্থীরা এ সভায় উপস্থিত থাকবেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই ১৪ তম আবর্তনের স্নাতক শেষ হবে সে হিসেবে তারাও অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হিসেবে ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য পূর্ণমিলনীতে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। 

জানা যায়, ইংরেজি বিভাগের সর্বশেষ ১৪ তম আবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের সনদ পাওয়া প্রায় ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও সাবেক জগন্নাথ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীসহ প্রায় দশ হাজারেরও অধিক সাবেক শিক্ষার্থী বিভাগটি থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 

এর আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাইদুর রহমান জুয়েলকে আহ্বায়ক ও জ্যোতির্ময় সাহা অপুকে সদস্য সচিব করে একটি অ্যালামনাই প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটি খসড়া গঠনতন্ত্র তৈরি ও পুনর্মিলনীর আয়োজনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে প্রয়োজনীয় বিষয়গুলো প্রস্তুত করে বিভাগের চেয়ারম্যান বরাবর জমা দেন। পরে বিভাগের পক্ষ থেকে অ্যালামনাই গঠনের জন্য সভা আহ্বন করা হয়। 

এ বিষয়ে ইংরেজি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জ্যোতির্ময় সাহা অপু বলেন, অনেক বছর ধরেই ইংরেজি বিভাগ অ্যালামনাই গঠনের উদ্যোগ নেয়া হলেও নানা কারণে অ্যালামনাই আর গঠন হয়নি। প্রস্তুতি কমিটির মূল উদ্দেশ্যই ছিল সবার সমন্বয়ে একটি গঠনতন্ত্র তৈরি ও পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর ভূমিকা রাখা। আমরা আমাদের পক্ষ থেকে খসড়া গঠনতন্ত্র তৈরি, রি-ইউনিয়ন আয়োজনের বাজেটসহ অন্যান্য বিষয়গুলোকে প্রস্তুত করে বিভাগকে বুঝিয়ে দিয়েছি। পরবর্তীতে এগুলো আমলে নিয়ে বিভাগের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। যা আমাদের সকলের জন্যই আনন্দের। সুন্দর একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠনে আমি সবাইকে সভায় অংশগ্রহণের অনুরোধ জানাই।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected], [email protected]