ই-পেপার বাংলা কনভার্টার  বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০
ই-পেপার  বুধবার ২৯ নভেম্বর ২০২৩
ব্রেকিং নিউজ: চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১৬ কেজি সোনার বারসহ আটক ১      চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১৬ কেজি সোনার বারসহ আটক ১      কালাইয়ে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত      অর্থপাচার মামলা : ক্যাসিনোকাণ্ডের এনু-রুপনের সাত বছরের সাজা      সৌদি আরবে একসঙ্গে দুই চাকরির অনুমতি      দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি      মিধিলির পথেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’      




জবি শিক্ষার্থী খাদিজা কারামুক্ত হয়েই সেমিস্টার পরীক্ষা দিলেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
Published : Monday, 20 November, 2023 at 3:10 PM
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পেয়েই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা৷ সোমবার (২০ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন খাদিজা৷ খাদিজার একাডেমিক কার্যক্রমে আপাতত কোন সমস্যা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আলম সওদাগর।

তিনি বলেন, খাদিজা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আজ অংশ নিয়েছে৷ যেহেতু খাদিজা জামিন পেয়েছে তাই আপাতত তার একাডেমিক পড়াশোনায় আর কোন সমস্যা নেই৷ সে স্বাভাবিকভাবেই ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে। তার একবছর নষ্ট হয়েছে। যেহেতু সে পুন:ভর্তি হয়েছে তাই ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে হবে।

সোমবার সকাল ৯টায় কারাগার থেকে মুক্তি পান খাদিজা৷ তার বড় বোন সিরাজুম মনিরা তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন৷সকাল ১১টার কিছুক্ষণ পর নিজ বিভাগে ২য় বর্ষের ২য় সেমিস্টারের প্রথম কোর্স 'স্টাটিস্টিক্যাল অ্যাপ্রোসেস টু দ্যা স্টাডি অফ পলিটিক্স(২২০১)' পরীক্ষায় বসেন খাদিজা৷ যা শেষ হয় বেলা ১টায়৷ পরীক্ষা শেষে মিরপুরে নিজেদের বাসায় যাওয়ার কথা রয়েছে তাদের।

খাদিজার বড় বোন সিরাজুম মনিরা বলেন, সকাল বেলায় কারা কর্তৃপক্ষ আমাদের ফোন দিয়ে বলেন আমরা গেলেই খাদিজাকে ছেড়ে দেওয়া হবে। সকাল ৯টায় ছাড়া হয় খাদিজাকে। এরপর খাদিজা পরীক্ষা দেন৷ সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]