Published : Tuesday, 14 November, 2023 at 1:07 PM, Update: 14.11.2023 1:10:37 PM
" align=
চড়ুই বা চড়াই আমাদের দেশের একটি অত্যন্ত সুপরিচিত ছোট্ট পাখি। দেশের প্রায় সব অঞ্চলে দেখা যায়। এদের আদি নিবাস ইউরেশিয়া ও আফ্রিকা মহাদেশে। বর্তমানে অ্যান্টার্কটিকা ছাড়া সারা পৃথিবীতে এদের বিস্তৃৃতি। পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়।
তবে আমাদের দেশে সাধারণত পাতি চড়ুই ও ইউরেশীয় গাছ চড়ুই—এই দুই প্রজাতিই দেখতে পাওয়া যায়। চড়ুই পাখি মানব কল্যাণে নিবেদিত। এরা ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে ফসল বাঁচাতে যথেচ্ছ ভূমিকা রাখে।
ছবিটি লক্ষীপাশা গ্রাম থেকে তুলেছেন আমাদের লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি সেলিম জাহাঙ্গীর।
চড়ুই প্রধানত শস্যদানা, ঘাসের বিচির পাশাপাশি অসংখ্য পোকামাকড় খেয়ে জীবনধারণ করে থাকে। গল্প, গান, কবিতা, উপন্যাস, সিনেমায় চড়ুই পাখির উপস্থিতি লক্ষ্য করার মতো। এরা সাধারণত পাকা বিল্ডিংয়ের পাশাপাশি গাছেও বাসা বানিয়ে বসবাস করে থাকে।