ই-পেপার বাংলা কনভার্টার  বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০
ই-পেপার  বুধবার ২৯ নভেম্বর ২০২৩
ব্রেকিং নিউজ: চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১৬ কেজি সোনার বারসহ আটক ১      চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১৬ কেজি সোনার বারসহ আটক ১      কালাইয়ে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত      অর্থপাচার মামলা : ক্যাসিনোকাণ্ডের এনু-রুপনের সাত বছরের সাজা      সৌদি আরবে একসঙ্গে দুই চাকরির অনুমতি      দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি      মিধিলির পথেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’      




বাড়িতেই সহজেই তৈরি করুন ফুচকা ও তেঁতুলের টক
Published : Sunday, 12 November, 2023 at 4:30 PM
বাংলাদেশের ফুচকা একটি জনপ্রিয় খাবার। ফুচকা বিভিন্ন নামে পরিচিত। যেমন- পানিপুরি, গোল গাপ্পা, গুপ চুপ ইত্যাতি। তবে এটি ফুচকা নামেই বেশি পরিচিত। দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় স্ট্রিটফুড এটি। নাম শুনলেই যে জিভে পানি আসে না এমন মানুষ কমই আছেন।

মজাদার জনপ্রিয় এই ফুচকা তৈরি হয় আটা ও ময়দা দিয়ে। এরপর ফুলকো পুরির মধ্যে আলু, মরিচ, পেঁয়াজ, ছোলা সেদ্ধ, মসলাসহ বিভিন্ন কিছুর পুর ভরে তেঁতুলের টক পানিতে ডুবিয়ে খেতে হয়।

সাধারণত চটপটি-ফুচকার দোকান থেকেই ফুচকাপ্রেমীরা এটি খান, তবে চাইলে আজ ঘরেও তৈরি করতে পারবেন।

এবার দেখে নিন সহজ রেসিপিটি-

উপকরণ

ফুচকা তৈরির জন্য
১. ময়দা ১/৪ কাপ
২. সুজি ১ কাপ
৩. তেল ও পানি পরিমাণমতো
৪. তাল মাখনা ১ টেবিল চামচ ও
৫. লবণ আধা চা চামচ।

পুর তৈরির জন্য
১. সেদ্ধ ডাবলি ছোলা/ মটর দেড় কাপ
২. সেদ্ধ আলু এক কাপ
৩. সিদ্ধ ডিম ১টি
৪. পেঁয়াজ কুচি ২-৩ টেবিল চামচ
৫. ধনেপাতা কুচি
৬. কাঁচা মরিচ কুচি
৭. লবণ
৮. বিট লবণ
৯. চাট মসলা
১০. টালা শুকনা মরিচ ও
১১. টালা জিরা গুঁড়া স্বাদমতো।

প্রণালী
> ফুচকা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো বেশি শক্ত বা নরম হবে না। ভেজা টিস্যু দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার ডো কয়েক ভাগ করে মোটা রুটির মতো বেলে নিন গোল করে।

> এবার ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। পুর তৈরির সব উপকরণ মিশিয়ে ফুচকার মাঝে ছিদ্র করে তাতে পুর ভরে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন।

তেঁতুলের টক তৈরি পদ্ধতি
> এক কাপ পানিতে কিছু তেঁতুল ভিজিয়ে চটকিয়ে ক্বাথ তৈরি করে নিন। এবার এতে স্বাদ মতো লবণ, বিট লবণ, চিনি, লেবুর খোসা কুচি, লেবুর রস, ভাজা জিড়া গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।













সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]