ই-পেপার বাংলা কনভার্টার  বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০
ই-পেপার  বুধবার ২৯ নভেম্বর ২০২৩
ব্রেকিং নিউজ: চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১৬ কেজি সোনার বারসহ আটক ১      চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১৬ কেজি সোনার বারসহ আটক ১      কালাইয়ে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত      অর্থপাচার মামলা : ক্যাসিনোকাণ্ডের এনু-রুপনের সাত বছরের সাজা      সৌদি আরবে একসঙ্গে দুই চাকরির অনুমতি      দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি      মিধিলির পথেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’      




যে কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন পূর্ণিমা
Published : Sunday, 12 November, 2023 at 3:52 PM
ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় এই নায়িকা। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির প্রহর গুণছে।

পূর্ণিমার অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে মধ্যেই উপস্থাপনায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে পূর্ণিমা জানিয়েছেন, চলচ্চিত্র অঙ্গনের পলিটিক্সের কারণে অনেক সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি।

পূর্ণিমা বলেন, চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো পলিটিকস তো আছেই। কিছু না কিছু পলিটিকসের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিকসের শিকার!

এই পলিটিকসের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন জানিয়ে পূর্ণিমা  বলেন, আমি কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি— আমি করিনি কিছু কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিকস ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।

দর্শক চাহিদা থাকলেও বড় পর্দায় এখন নিয়মিত নন পূর্ণিমা। কিন্তু কেন? এমন প্রশ্নে তিনি বলেন, বড়পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে, হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সে রকম ভালো চরিত্রের অফার আসে না। সে জন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে, আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না।

এসময় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]